বৃহস্পতিবারের নির্বাচন শেষ হলেও আজ শুক্রবার জুড়েই পাকিস্তানে চলছে ভোট গণনা। দিন পেরিয়ে রাত এলেও এখনো ২৬৫ আসনের পূর্ণাঙ্গ ফল জানাতে পারেনি পাকিস্তানের নির্বাচন কমিশন।
তবে দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, ভোটের ফলে এগিয়ে আছে ইমরান খানের দল পিটিআই সমর্থক স্বাধীন প্রার্থীরা। যদিও তারা সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে।
এর মাঝেই উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শাংলা জেলায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই সংঘর্ষে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলেই জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে। পুলিশের একটি সূত্রও বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছে।