জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষের সাথে আলোচনার পর ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে ১১টি মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিদিনই নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকি কমলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ সময় অনলাইন ক্লাসের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো নিরাপরাধ শিক্ষার্থী গ্রেফতার হয়ে থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের যে বাহিনী গ্রেফতার করেছে সেখানে অভিভাবকদের যোগাযোগ করতে হবে। এ সময় সেইসব শিক্ষার্থীদের সকল ধরণের সহযোগীতা করা হবে বলেও জানান তিনি।