ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ২০ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোববার (৭ এপ্রিল) নিজেদের মাঠ ওয়েংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা-ঈশান কিষান জুটির দুর্দান্ত শুরু সেইসাথে দলগত ভাল ব্যাটিংয়ের সুবাদে ২৩৪ রানের লড়াকু সংগ্রহ পায় মুম্বাই। জবাবে ২০৫ রান তুলতে পারে দিল্লি।
নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে, পৃথ্বী শ’র ৬৬, অভিষেক পোরালের ৪১ ও ত্রিস্তান স্টাবসের অপরাজিত ৭১ রানের সুবাদে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে সক্ষম হয় দিল্লি। ত্রিস্তান স্টাবসের ইনিংসে ছিলো ৩টি চার ও ৭টি ছয়ের শট।
মুম্বাইয়ের পক্ষে জেরাল্ড কোয়েটজি ৩৪ রানের বিনিময়ে তুলে নেন ৪ উইকেট। ২টি উইকেট পান বুমরাহ।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিমায় আবির্ভূত হন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত ও ঈশান। দুজন মিলে গড়ে তোলেন ৮০ রানের উদ্বোধনী জুটি। ইনিংসের ৭ম ওভারের শেষ বলে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রোহিত। খেলেন ২৭ বলে ৪৯ রানের এক ঝড়ো ইনিংস। রোহিতের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়ের একেকটি চোখ জুড়ানো শট। রোহিত আউট হবার পর ক্রিজে এসেও বেশিক্ষন থাকতে পারেননি সূর্যকুমার যাদব। পরের ওভারেই এনরিচ নর্টজের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মাত্র শূন্য রানেই। এরপর হার্দিক পান্ডিয়ার সাথে ৩০ রানের জুটি গড়েন ঈশান। ২৩ বলে ৪২ রানের দারুন এক ইনিংস খেলে আউট হন তিনি।
শেষদিকে ২১ বলে বিধ্বংসী ৪৫ রানে অপরাজিত থাকেন টিম ডেভিড। অপরদিকে মাত্র ১০ বলে অপরাজিত ৩৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রোমারিও শেফার্ড। নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লিকে জয়ের জন্য ২৩৫ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় মুম্বাই। দিল্লির পক্ষে ২টি করে উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল ও এনরিচ নর্টজে। ১টি উইকেট পান খলিল আহমেদ।
এম্যাচের ফলাফলে, চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে মুম্বাই। এক মযাচ বেশি খলে সমান পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে দিল্লি।