এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ইতিহাদকে ২-০ গোলে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে আল হিলাল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৮ ম্যাচে জয় তুলে নিয়েছে সৌদি লিগের দলটি।
ভেঙে দিয়েছে ওয়েলস প্রিমিয়ার লিগের দল ‘দ্য নিউ সেইন্টস’ ক্লাবের ২০১৬-১৭ মৌসুমে ২৭ জয়ের রেকর্ড। নতুন মাইলফলক তৈরির পথে প্রো লিগে ১৬টি, ঘরোয়া কাপ প্রতিযোগিতায় ৩টি ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ৯টি ম্যাচ জিতেছে আল হিলাল।
রেকর্ড গড়ার দিনে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। চোটের কারণে নেইমারকে হারালেও ছন্দ ধরে রেখেছে আল হিলাল। প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে শীর্ষে অবস্থান করছে তারা।