*** পরীক্ষামূলক পরিচালন ***

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়...

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে নিয়োগ...

টাইব্রেকারে হেরে রোনালদোর আল নাসরের বিদায়

সংযুক্ত আরব আমিরাতে ক্লাব আল আইনের কাছে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতা থাকায় ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। যেখানে ৩-১ ব্যবধানে হেরেছে আল নাসর। টাইব্রেকারে সিআর সেভেন ছাড়া আর কেউই গোল করতে পারেনি।

সৌদি আরবের আল-আওয়াল স্টেডিয়ামে সোমবার (১১ মার্চ) রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আল আইনের মুখোমুখি হয় সৌদি আরবের ক্লাব আল নাসর।

ঘরের মাঠে মরক্কোর ফুটবলার সুফিয়ান রাহিমির জোড়া গোলে পিছিয়ে পড়ে আল নাসর। আল আইনের হয়ে ২৮ মিনিটে প্রথম ও ৪৫ মিনিটে নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রাহিমি। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্বদেশি ফুটবলার আব্দুলরহমান ঘারিবের গোলে ব্যবধান কমায় আল নাসর।

বিরতির পর খালিদ ইসার আত্মঘাতী গোলে সমতায় ফেরে আল নাসর। আর ৭২ মিনিটে অ্যালেক্স টেলেস গোল করলে লিড নেয় সিআরসেভেনের ক্লাব। তবে প্রথম লেগে আল আইন জিতেছিল ১-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৩-৩ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

১০৩ মিনিটে সুলতান আল শামসির গোলে আবারও এগিয়ে আল আইন। তবে ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম ও দ্বিতীয় লেগ মিলে ৪-৪ ব্যবধানে শেষ হয় নির্ধারিত সময়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে আল নাসরের হয়ে প্রথম শটটি নেন ক্রোয়েশিয়ান ফুটবলার ব্রোজোভিচ তবে তিনি গোল করতে পারেননি। এই ম্যাচে গোল পাওয়া অ্যালেক্স টেলেসও স্পটকিকে বল জালে পাঠাতে পারেননি। তৃতীয় শটটি নিয়ে দলের আশা কিছুটা বাঁচিয়ে রেখেছিলেন রোনালদো। তবে নাসরের হয়ে চতুর্থ শট নেয়া ব্রাজিলিয়ান বংশোদ্ভূত পর্তুগালের ফুটবলার ওটাভিও মিস করেন গোলের সুযোগ। অপরদিকে, আল আইনের রাহিমি, কাকু ও শামসি তিনজনই শট নিয়ে গোল আদায় করে নেয়া আর দুটি শট নেয়ার প্রয়োজন পরেনি দলটির।

সর্বশেষ
সম্পর্কিত