গর্ভপাত বৈধ করার সিদ্ধান্ত মার্কিন রাজ্যগুলোর নেয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর সিএনএন।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, আগামী নভেম্বরের নির্বাচন মাথায় রেখে ট্রাম্প বলেন, গর্ভপাত বিষয়ে জাতীয় নিষেধাজ্ঞার প্রস্তাব তোলা উচিত হবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে ট্রাম্প বলেন, ধর্ষণ ও মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যতিক্রম নিয়মকে সমর্থন যথাযোগ্য। গর্ভাবস্থায় ভ্রূণের বয়স কয়েক সপ্তাহের বেশি হলে গর্ভপাত নিষিদ্ধ করার ব্যাপারে কোনো ধরনের জাতীয় নিষেধাজ্ঞা দেয়াকে সমর্থন করেননি তিনি। এর আগে, ১৫ সপ্তাহের গর্ভাবস্থার পর গর্ভপাতে নিষেধাজ্ঞায় সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।