তীব্র বর্ষণে ফলে ভারতের কেরল রাজ্যে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। রাজ্যের ওয়ানন্দ জেলার পাহাড় ধসে মাটিচাপা পড়েছেন বহু মানুষ। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৫১ জন। এছাড়া এখন পর্যন্ত বহু মানুষ নিঁখোজ আছেন।
রয়টার্স জানিয়েছে, ভূমিধসের পর এ পর্যন্ত এই এলাকা থেকে প্রায় এক হাজার মানুষকে উদ্ধার করা হযেছে। গত ৭ বছরের মধ্যে এই এলাকার সবচেয়ে বড় প্রকৃতিক দুর্যোগ এটি। মুখ্যমন্ত্রীর এক মুখপাত্র জানিয়েছেন, এ পর্যন্ত ১৫১ জনের মৃত্যু ঘটেছে। নিখোঁজ আছেন ১৮৭ জন।
দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন সংস্থার পাশাপাশি কাজ করে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ওই এলাকার মূল ব্রিজটি ভেঙে পড়ার পর সেনাবাহিনী অতিদ্রুত আরেকটি সাময়িক ব্রিজ তৈরি করেছে। সেই ব্রিজের মাধ্যমেই এখন উদ্ধারকাজ চালানো হচ্ছে।
এই ঘটনায় অন্তত সাড়ে তিনশ বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। মূলত অতিবর্ষণের ফলে ভূমির মাটি নরম হয়ে এমন বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন দেশটির বিশেষজ্ঞরা। এছাড়া এই ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কাও করছেন তারা।