*** পরীক্ষামূলক পরিচালন ***

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ববির স্ত্রী কেন থাপ্পড় মেরেছিলেন কারিনাকে?

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দীর্ঘ অভিনয়...

২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে...

আমার বাবাকে ক্ষমা করে দেন: অশ্বিন

বর্ডার-গাভাস্কার সিরিজের মাঝে হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। যা নিয়ে ভারতীয় ক্রিকেটে সমালোচনার ঝড় বয়ছে।

এদিকে শুক্রবার (২০ ডিসেম্বর) অশ্বিন দেশে ফিরতেই আরেক আলোচনার জন্ম দিয়েছে তার বাবার দেওয়া এক সাক্ষাৎকার। ক্রমাগত অসম্মানিত হওয়ার কারণে অশ্বিন অবসরে গিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম সিএনএন নিউজ ১৮-কে দেওয়া একসাক্ষাৎকারে অশ্বিনের বাবা বলেছেন, আমরা আবেগপ্রবণ হয়ে পড়েছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ, ও ১৪-১৫ বছর ধরে খেলছে। হঠাৎ করে সরে গেলে একটা ধাক্কা তো লাগেই।

‘আমরা অবশ্য এ রকম কিছু প্রত্যাশা করছিলাম। কারণ, ও অসম্মানিত হয়ে আসছিল। কতদিন ধরে এসব কিছু আর সহ্য করবে! সম্ভবত এসবের জন্যই অবসর নিয়ে ফেলল।’

অশ্বিনের বাবার এমন অভিযোগের পর চারদিকে সমালোচনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়ে। তবে এবার নিজের বাবার সাক্ষাৎকারের জবাব দিয়েছেন অশ্বিন। দাবি করেছেন, তার বাবা মিডিয়ায় কথা বলতে অভ্যস্ত নয়, তার কথাকে অত গুরুত্বের সঙ্গে না নিতেই অনুরোধ করেছেন ভারতীয় অফস্পিনার।

নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক টুইট বার্তায় আরেকজনের পোস্ট শেয়ার করে অশ্বিন লিখেছেন, মিডিয়ায় কথা বলার অভ্যাস নেই আমার বাবার। আমি কখন ভাবিনি তুমিও বাবার কথাই শিরোধার্য প্রথাটাকে এভাবে মানবে (হাসির ইমোজি)। সবাইকে অনুরোধ করব যে বাবার উনার কথাগুলোকে অত গুরুতর না ধরে উনাকে ক্ষমা করে দিন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেট টেস্টের একাদশে ছিলেন অশ্বিন। কিন্তু দিবারাত্রির টেস্টে নিজের সেরা দিতে না পারায় ব্রিজবেন টেস্টে জায়গা হারান এই ভারতীয় অলরাউন্ডার। আর মেলবোর্ন টেস্টের আগেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

সর্বশেষ
সম্পর্কিত