*** পরীক্ষামূলক পরিচালন ***

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়...

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে নিয়োগ...

আপনার NID কার্ড দিয়ে অন্য কারও সিম নেই তো?

বাংলাদেশ টেলিকমিউনিকেশন থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর, ২০১৫ সাল থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন শুরু করা হয়। এবং নতুন সিম ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আগামি দিনগুলোতেও একই পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। একটি NID কার্ড দিয়ে সর্বোচ্চ ১৫টি সিম রেজিস্ট্রেশন করা যায়। আসুন জেনে নেই আপনার NID/ জাতীয় ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে।

আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে ডায়াল করুন *16001#। এরপরে আপনার NID কার্ডের শেষ চারটি ডিজিট লিখে সেন্ড করুন। পরবর্তী রিপ্লাইতে NID কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে আপনাকে জানিয়ে দেওয়া হবে। মোবাইল নাম্বারের কিছু ডিজিট গোপন থাকবে। যেমন 01911**** 05। আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বারগুলোর থেকে আলাদা কোনো যদি মোবাইল নাম্বারগুলোর কোনো নাম্বার অপরিচিত থাকে, সেক্ষেত্রে উক্ত সিম অপারেটরের কাস্টমার কেয়ারে চলে যেতে হবে। এবং নিজের নিরাপত্তার জন্য সেই সিমটি বন্ধ করে দিতে হবে।

আজকাল আমাদের সমাজে অনেক অসাধু ব্যবসায়ী অন্যের এনআইডি দিয়ে sim registration করে বিক্রি করে। এবং বড় বড় ক্রাইম এর কারনে ক্রয়ক্রত মালিকরা অপরাধ করলে আসল দোষী হয় সিমের আইডি কার্ড হোল্ডার। সাইবার সিকিউরিটি নিশ্চিত করার জন্য হলেও আমাদের প্রত্যেককে NID দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করা উচিত।

সর্বশেষ
সম্পর্কিত