সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ১৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-৪। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর শাহআলী ও রুপনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর এএসপি মাজহারুল ইসলাম।
মাজহারুল জানান, গভীর রাত হলেই শাহআলী ও রুপনগর এলাকায় চাঁদাবাজরা সড়কে নেমে আসতো। তারা বিভিন্ন পণ্যবাহী ট্রাকের চালকদের ট্রাক থামিয়ে ভয়ভীতি দেখাতো। এভাবে তারা চাঁদা আদায় করতো। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে র্যাব।
তিনি আরও জানান, এর আগেও গত রোববার মানিকগঞ্জ জেলা ও ঢাকা জেলার সাভার এলাকায় একইভাবে ট্রাক থেকে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ১২ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব-৩ ছাড়াও রোববার অন্যান্য ব্যাটালিয়ন মিলে অর্ধ শতাধিক চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করে। পরে তাদের নাম পরিচয় ও কিভাবে তারা এ চাঁদা তুলতো তার বিস্তারিত জানিয়েছে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
সেদিন থেকে র্যাবের এই অভিযান অব্যাহত রেখেছে তারা।