স্পোর্ট ডেস্ক: কাজ করেছেন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। আগামী মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে নয়টি ফেডারেশন ও এক সংস্থার কর্মকর্তাদের ডেকেছেন মতবিনিময়ের জন্য।
জানা গেছে, ওই দিন সাঁতার, অ্যাথলেটিক্স, শুটিং, আরচারি, ভারত্তোলন, ক্যারম, বাস্কেটবল, টেবিল টেনিস, ভলিবল ফেডারেশন এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময়ের আমন্ত্রণ জানানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সভাপতি, সাধারণ সম্পাদকের পাশাপাশি নয়টি ফেডারেশন ও একটি সংস্থাকে মতবিনিময় সভায় একজন বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তা এবং একজন টেকনিক্যাল ব্যক্তিকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।
মতবিনিময়ে ফেডারেশনগুলো নতুন মন্ত্রীকে তাদের সংকট-সম্ভাবনার বিষয়গুলো উপস্থাপন করবে। এই নয় ফেডারেশন ও এক সংস্থার পর সামনে আরও কয়েকটি ফেডারেশনও নতুন মন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের ডাক পাবে বলেও সূত্রটি জানায়।