দেশের উন্নয়নে আওয়ামী লীগ কাজ করে যাবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘নির্বাচনকে ঘিরে বিএনপি অনেক চক্রান্ত করেছে। নির্বাচন যাতে না হয় সেজন্যও অনেক চক্রান্ত ছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আর দেশকে এগিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের ক্ষমতায় আসা খুব জরুরি ছিল। কারণ ইশতেহারের ওয়াদা পূরণ করবে আওয়ামী লীগ। দেশের উন্নয়নও আওয়ামী লীগের হাতে।’’
সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় ফোরামের যৌথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে বিএনপির ষড়যন্ত্র থামেনি। তবে মানুষের ভোটে সরকার গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কাজ আওয়ামী লীগ করবে।
নির্বাচনে জয়-পরাজয় মেনে নিয়ে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের ভোটে উন্মুক্ত নির্বাচনে অনেক দলীয় প্রার্থীই হেরেছেন। কেউ কেউ জিতেছেন। হারজিত যাই হোক সেটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। নিজেরা নিজেদের দোষ ধরতে ব্যস্ত হলে বিরোধীরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে।