মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন রোহিঙ্গা নিহত হয়েছেন।
শনিবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
একাধিক প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মৃত ও আহত আত্মীয়দের শনাক্ত করতে মৃতদেহের স্তূপের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন তারা। চারজন প্রত্যক্ষদর্শী, অ্যাক্টিভিস্ট এবং একজন কূটনীতিক স্থানীয় সময় সোমবার ভয়াবহ ড্রোন হামলার বর্ণনা দিয়েছেন। মূলত, রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আসার চেষ্টা করছিলো রোহিঙ্গা পরিবারগুলো।
এ হামলায়, একজন গর্ভবতী নারী এবং তার ২ বছর বয়সী মেয়ে এই নিহত হয়েছেন। জান্তা সৈন্য এবং বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তুমুল লড়াইয়ের মধ্যে রাখাইন রাজ্যে বেসামরিকদের ওপর সবচেয়ে মারাত্মক হামলা এটি।