কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে মেক্সিকো। রোববার (২৩ জুন) সকালে আসরে ‘বি’ গ্রুপের ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে জ্যামাইকাকে। দলের হয়ে একমাত্র গোল করেন মেন্টারের লেফট ব্যাক জেরার্দো আর্তেগা। তবে ম্যাচ জয়ের আনন্দের সাথে যোগ হয়েছে বাড়তি শঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলের অধিনায়ক এডসন আলভারেস। এমনকি ছিটকে যেতে পারেন টুর্নামেন্ট থেকেই।
মেক্সিকোর অভিজ্ঞ খেলোয়াড়দের একজন আলভারেস। তিনি খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যামের হয়ে। ম্যাচের ৩০ মিনিটের সময় চোট পেয়ে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন তিনি। মেক্সিকোর চেয়ে ৩৮ ধাপ পিছিয়ে থাকা জ্যামাইকা ম্যাচের পঞ্চম মিনিটে জালে বল পাঠিয়েছিল। তবে তাদের হতাশায় ডুবিয়ে ভিএআরে দেখে অফসাইডের বাঁশি বাজান রেফারি। লুইস শাভেজ, সান্তিয়াগো হিমেনেস, আর্তেগার কয়েকটা চেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জ্যামাইকা গোলরক্ষক জামালি ওয়েট। শেষ পর্যন্ত ৬৯তম মিনিটে জোরালো এক শটে তাকে পরাস্ত করে বল জালে পাঠান আর্তেগা।
দুই দলই আসরে মিস করছে নিজেদের অভিজ্ঞ গোলরক্ষকদের। দীর্ঘদিনের মেক্সিকান গোলবারের প্রহরী অভিজ্ঞ গিয়ের্মো ওচোয়া জায়গা পাননি কোপার দলে। চোটের জন্য নেই আরেক গোলরক্ষক লুইস মালাগনও। তাদের অনুপস্থিতিতে নিজের মাত্র তৃতীয় ম্যাচ খেলেছেন জুলিয়ান গনসালেস। অপরদিকে ইনজুরির কারণে দুইবারের মেজর লিগ সকারের বর্ষসেরা গোলরক্ষক আন্দ্রে ব্লেককে মিস করেছে জ্যামাইকা। তার জায়গায় নেমে আটটি সেভে দলের বড় হার এড়িয়েছেন ওয়েট।
উল্লেখ্য, এই জয়ে ভেনেজুয়েলার সমান ৩ পয়েন্ট হলো মেক্সিকোর। বৃহস্পতিবার (২৫ জুন) একে অপরের মুখোমুখি হবে তারা। অপরদিকে একই দিনে আরেক ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে জ্যামাইকা।