*** পরীক্ষামূলক পরিচালন ***

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়া দুঃখজনক: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন,...

বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি)...

শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার দেয়া চিঠির জবাব এখনও দেয়নি দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে...

ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিলো ক্রিস্টাল প্যালেস

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। যা চলতি লিগে এরিক টেন হাগের শিষ্যদের ১৩তম হার।

এদিন প্যালেসের মাঠে ম্যাচের ১২ মিনিটেই গোল হজম করে ম্যানইউ। রক্ষণভাগের দুর্বলতায় প্যালেসের মাইকেল ওলিসে গোল করে এগিয়ে নেন দলকে। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান বাড়ায় প্যালেস। এ সময় জিয়ান-ফিলিপে মাতেতার গোলে ২-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় দ্যা ঈগলসরা।

বিরতির পর ৫৮তম মিনিটে টাইরিক মিশেল গোল করে ব্যবধান করে ফেলেন ৩-০। আর ৬৬তম মিনিটে মাইকেল তার জোড়া গোল পূর্ণ করলে ম্যানইউ পিছিয়ে পড়ে ৪-০ ব্যবধানে।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় প্রথমবার প্যালেসের মাঠে এতো বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে কাসেমিরো-এরিকসেনরা।

এই হারে উয়েফা কনফারেন্স লিগের টিকেট পাওয়ার লড়াইয়েও পিছিয়ে পড়ল এরিক টেন হাগের শিষ্যরা। এবারের লিগে ইউনাইটেডের এটা ১৩তম হার। ৩৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধান এগিয়ে সপ্তম স্থানে চেলসি। ৫৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউক্যাসল ইউনাইটেড।

সর্বশেষ
সম্পর্কিত