আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ইতিবাচক রাজনীতি করবে এটা মনে করেন না। মুক্তিযুদ্ধে বিএনপির কোনো প্রত্যক্ষ ভূমিকা ছিল না। বিএনপি দল তখন ছিল না। কিন্তু সেক্টর কমান্ডার জিয়াউর রহমান কোন সেক্টরে বাস্তবে যুদ্ধ করেছেন সেটা আমাদের জানা নাই।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।
কাদের বলেন, নববর্ষের দিনকে যারা অস্বীকার করে তারা প্রকারান্তরে বাঙ্গালি সংস্কৃতি, চেতনা ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। এরা সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন। রক্ষা করার জন্য নয়, বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম হয়েছে।
বিএনপি মহাসচিবকে ৬০ লাখ বন্দির তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছিল ২০ হাজার হয়ে গেছে ৬০ লাখ। আমি ফখরুল সাহেবকে বলবো না হলে মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
এ সময় দেশের জনগণ বিএনপির আন্দোলনে সম্পৃক্ত হয়নি, ভবিষ্যতেও বিএনপি জনগণের সমর্থন পাবে না বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।