*** পরীক্ষামূলক পরিচালন ***

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন চলাকালে ঢাকার আশুলিয়ায় ৬...

দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল হোসেন 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সন্দিগ্ধ...

১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক উপমন্ত্রী পিন্টু 

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া...

বিএনপি’র উদ্ভট কথায় কান দেবে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

শহরের এতো ভিক্ষুক কেনো, যারা এমন প্রশ্ন করে, তারা একজন গরীর মানুষকেও সাহায্য করেনি। তারা ইফতার পার্টি করেছে বড় বড় হোটেলে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৩ এপ্রিল) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমরা বিপদে মানুষের পাশে দাড়াই এটি আওয়ামী লীগের ঐতিহ্য। দেশে কেউ না খেয়ে মারা গেছে, শেখ হাসিনার আমলে এমন নজির নেই।

এসময় মানুষের নিরাপত্তা নেই বিএনপির এমন অভিযোগের সমালোচনা করে কাদের বলেন, সন্ধ্যার পরে শহর একটু ফাঁকা থাকে। তারাবির নামাজের পর থেকে সারারাত ধরে শপিং চলে। এখন পর্যন্ত কোনো বিচ্ছিন্ন ঘটনাও ঘটেনি। মানুষের নিরাপত্তা নিয়ে কোনো সংকট নেই। রাজনীতির নামে অনেকে বিরোধীতা করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি’র উদ্ভট কথায় আওয়ামী লীগ কান দেবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের ৮০ শতাংশ নেতা নাকি নির্যাতিত। মির্জা ফখরুলকে বলেছি একটা তালিকা প্রকাশ করেন। বিএনপি’র অনেক নেতা জেলে থেকে বেরিয়েছেন। খুন, অস্ত্র মামলা, আগুন সন্ত্রাসের জন্য যারা জেলে যাবে, তাদের জন্য বিএনপির এতো মায়া কান্না কেনো, এমন প্রশ্নও রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সর্বশেষ
সম্পর্কিত