বিএনপি রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে ভারত বিরোধী ইস্যু সামনে আনছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২৩ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, বিএনপি আবারও চিরাচরিত পাকিস্তানি কায়দায় সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। সরকারের সাথে যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি।
তিনি বলেন, বিএনপি ইফতার খাওয়া পার্টি আর আওয়ামী লীগ ইফতার দেয়া পার্টি। এখানেই দুই দলের পার্থক্য।
কাদের বলেন, বিদেশিরা যখন নির্বাচন বানচালে ষড়যন্ত্র করে, ভারত পাশে ছিল এটা সত্য। দ্রব্যমূলের দাম নিয়ে ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু পণ্যের মূল্য কমতে শুরু করেছে। দাম আরও কমে সাধারণ মানুষের কাছে সহনীয় হয়ে উঠবে বলেও জানান তিনি।
এ সময় ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের এই কর্মসূচি সারাদেশে ছড়িয়ে দিতে হবে আহ্বান জানান ওবায়দুল কাদের।